এলিয়ান একটা মথ

একটা মথ মারলাম ভাল করে। থক থকে ভুঁড়িটা ভাল করে ফাঁটিয়ে দিয়েছি। তুলতুলে ভুঁড়িটা!   মাথাটা ভূপাতিত। আমার কম্পাসের কাঁটা না; ভাল করে খুঁচিয়ে দিয়েছি। প্রায় যখন আলাদাই করে ফেলেছি, তখন চোখ আর অ্যান্টেনা দু’টো চোখে পড়ল। কী মায়া মায়া ভাব, আহারে, খেক খেক; মনে করেছে মাফ করে দিব। অ্যান্টেনা-সহ মাথাটা পুরো এলিয়ানের মত লাগছিল। […]

আমার অনুরণিত হওয়া দরকার

আমার অনুরণিত হওয়া দরকার। এই যে  আমার চারপাশের স্তব্দ-নিস্তব্ধ-আবদ্ধ জগত, এতে থেকে আসলে কী হয়? আমার আর ভাল্লাগে না। আমার ভাল করে নাড়া খাওয়া দরকার, দরকার এমন কিছু যা আমাকে ভাল করে নাড়া দেবে; আমাকে স্থির-স্থবির-স্থিত করবে, আমাকে ভাবাবে। হয়তো সেটা ভালবাসা, হয়তো সেটা মৃত্যু, হয়তো ভাল ভাবে ধরা খাওয়া, নইলে নাড়া খাব কী করে? […]